চীনে সড়ক ও নৌপথে পণ্যপরিবহন বেড়েছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে
2024-04-05 16:59:25

এপ্রিল ০৫, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম দুই মাসে চীনের সড়ক ও নৌপথে মালামাল পরিবহন আগের বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পরিবহন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটিতে প্রায় ৫৪৫ কোটি টন পণ্য সড়কপথে পরিবহন করা হয়েছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ বেশি। নৌপথে ওই সময়ে পরিবহন করা হয় ১৪০ কোটি টন পণ্য, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ২ শতাংশ বেশি।

এবছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সড়কপথে পণ্যপরিবহন বৃদ্ধিতে শীর্ষে ছিল পূর্ব চীনের চেচিয়াং প্রদেশ আর নৌপথে পণ্যপরিবহন সবচেয়ে বেশি বাড়ে উত্তর-পশ্চিম চীনের শানসি প্রদেশে।

রহমান/শান্তা