শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদের মধ্যে আস্থা গভীর করার আহ্বান চীনের
2024-04-05 16:52:08

এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা আরও গভীর করতে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলর এবং জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওয়াং সিয়াওহং। বুধবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত এসসিও সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা পরিষদের সচিবদের ১৯তম বৈঠকে যোগ দেওয়ার সময় ওয়াং এ কথা বলেন।

বৈঠকে ওয়াং সক্রিয়ভাবে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়নে সকল পক্ষের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। সেই সঙ্গে শাংহাইয়ের চেতনাকে এগিয়ে নিয়ে সাংগঠনিক সক্ষমতা শক্তিশালী করে পারস্পরিক আস্থা বজায় রাখতে চান বলেও জানিয়েছেন তিনি।

ওয়াং উল্লেখ করেছেন, চীন বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে অভিন্ন উন্নয়ন অর্জন, সন্ত্রাস দমন, বিজ্ঞান-প্রযুক্তির সক্ষমতা জোরদার করতেও সব পক্ষের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।

বৈঠকের আগে, প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে দেখা করেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।

ফয়সল/শান্তা