এডেন উপসাগরে পিএলএ নেভির মহড়া
2024-04-05 16:48:52

এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পিপলস লিবারেশন আর্মির ৪৬তম নৌবহর সম্প্রতি এডেন উপসাগরে একটি যুদ্ধ প্রশিক্ষণ পরিচালনা করেছে। এসকর্ট মিশন পরিচালনার এ প্রশিক্ষণে নৌবহরটির কমান্ড পোস্ট পরিচালনা এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করা হয়েছে।

মহড়ার শুরুতে, ডাটা চেইনের মাধ্যমে কমান্ড পোস্ট থেকে সম্ভাব্য শত্রুর অবস্থানের তথ্য দেওয়া হয়। সেই অনুযায়ী বহরটির যুদ্ধজাহাজগুলো নিজেদের গতির সমন্বয় করে একটি নির্দিষ্ট বিন্যাস তৈরি করে। এরপর লক্ষ্যবস্তুর ওপর নজরদারি জোরদার করে আকাশপথে আক্রমণ ও সাবমেরিন বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সংগঠিত করে।

যুদ্ধজাহাজগুলো একটি সমন্বিত কমান্ডের অধীনে লক্ষ্যবস্তুতে আর্টিলারি দিয়ে গোলাও নিক্ষেপ করে। এ ছাড়া এ প্রশিক্ষণে, সাগরে ভাসমান মাইন অপসারণ প্রযুক্তির পরীক্ষাও সম্পন্ন করেছে আরেকটি যুদ্ধজাহাজ।

ফয়সল/শান্তা

তথ্য ও ভিডিও: সিসিটিভি