ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2024-04-05 17:59:01

এপ্রিল ৫: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) কুয়াং সি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সোনের সাথে বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন-ভিয়েতনাম সম্পর্ক গত বছর দ্রুত বিকাশ লাভ করেছে। দুই পার্টির শীর্ষ নেতারা যৌথভাবে কৌশলগত তাত্পর্যের সাথে চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এ বছর, দু’দেশের সহযোগিতা নতুন সাফল্য অর্জন করেছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে উভয়পক্ষের একসাথে আরও কাজ করা উচিত বলে মনে করেন ওয়াং ই।

বুই থান সন বলেন, ভিয়েতনাম-চীন সম্পর্ক ব্যাপক ও গভীরভাবে বিকশিত হচ্ছে। তারা চীনের সাথে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে, উচ্চ-স্তরের বিনিময়ের পরিকল্পনা করতে, আন্তঃ-পার্টি বিনিময়কে শক্তিশালী করতে ইচ্ছুক। তাছাড়া যোগাযোগ, অর্থনৈতিক ও বাণিজ্য বিনিয়োগের প্রচার এবং  স্থানীয় সহযোগিতাকে আরও গভীর করতে আগ্রহী ভিয়েতনাম। দু’দেশের বন্ধুত্বকে সক্রিয়ভাবে এগিয়ে নিতে এবং ভিয়েতনাম-চীন অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে বেইজিংয়ের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান বুই থান সোন।

 (জিনিয়া/হাশিম/শুয়েই)