গেমসের বাজার বাড়ছে চীনে
2024-04-05 17:01:06

এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: তিন দশক ধরে ক্রমাগত এগিয়ে চলেছে চীনের ভিডিও গেম শিল্প। আন্তর্জাতিক বাজারে এখন প্রতিযোগিতাও করছে চীনের এ খাত।

চীনের গেমিং শিল্পের গবেষণা প্রতিষ্ঠান সিএনজির তথ্যে দেখা গেছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে, বিশ্বব্যাপী গেমিং বাজার ১৪৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১৮৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এর মধ্যে চীনের তৈরি গেমগুলো থেকে রপ্তানি আয় ২০১৯ সালে ছিল ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার। যা গতবছর বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪ বিলিয়ন ডলারে।

২০২৩ সালে বিদেশি বাজারে সবচেয়ে লাভজনক চীনা গেম ছিল মিহোইয়োর তৈরি কেনশিন ইমপ্যাক্ট। গত বছরের শেষ নাগাদ, এই গেম থেকে আয় হয়েছে ৫০০ কোটি ডলার। এর মধ্যে ৬০ শতাংশেরও বেশি আয় এসেছে চীনের বাইরে থেকে।

চীনের ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যমতে, ২০২৩ সালে ২৭টি নতুন চীনা মোবাইল গেম নির্মাতা প্রতিষ্ঠানের রপ্তানি আয় ১০ কোটি ডলার ছাড়িয়েছে। এ সময় শীর্ষ ৩০টি চীনা গেম ডেভেলপারের আয় ছিল স্থিতিশীল। গত বছর তাদের আয় ছিল প্রায় ১১ বিলিয়ন ডলার।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরের শেষ তিন মাসে পাবজি গেমসের জন্য খ্যাতনামা টেনসেন্টের আয় ছিল প্রায় ১৪ বিলিয়ন ইউয়ান। এই প্রতিষ্ঠানের আয়ের তিন ভাগের এক ভাগই আসছে পাবজি গেমস থেকে।

ফয়সল/শান্তা