‘নানশা দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব বিষয়ে সত্য তথ্য না জানার ভান করছে সংশ্লিষ্ট দেশগুলো’
2024-04-05 18:14:35


এপ্রিল ৫: আন্তর্জাতিক আইনে সুপরিচিত পণ্ডিত এবং পিকিং ইউনিভার্সিটির স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সম্মানসূচক ভিজিটিং প্রফেসর অ্যান্টনি কার্টি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের জাতীয় আর্কাইভগুলোতে বহু বছর গবেষণা করেছেন।

সিজিটিএনে’র সংবাদদাতা লিউ সিনের সাথে একান্ত সাক্ষাত্কারে তিনি বলেন, নানশা দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের বিষয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ঐতিহাসিক আর্কাইভগুলো স্পষ্টভাবে সত্য বললেও এখন তারা আন্তর্জাতিক মঞ্চে সত্য না জানার ভান করছে।

(জিনিয়া/হাশিম/শুয়েই)