কৃষিজমির উন্নয়নে ঋণ সহায়তা বাড়িয়েছে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক
2024-04-04 18:08:20

এপ্রিল ০৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে কৃষিজমি উন্নয়ন ও সুরক্ষার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে এবছর ঋণ ও আর্থিক সহায়তা বাড়িয়েছে দেশটির শীর্ষস্থানীয় ব্যাংক - চায়না ডেভেলপমেন্ট ব্যাংক।

ব্যাংকের উপাত্তে দেখা যায়, কৃষিজমির উন্নয়নের জন্য ব্যাংকটি চলতি বছরের প্রথম প্রান্তিকে ২৫৯ কোটি ইউয়ানের (প্রায় ৩৬ দশমিক ৫ কোটি মার্কিন ডলার) বিশেষ ঋণ বিতরণ করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

শস্য সুরক্ষা ও কৃষিপণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক সাম্প্রতিক বছরগুলোতে দেশটির ১৩টি প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলে কৃষিজমি উন্নয়নে মধ্যম ও দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা প্রদান করেছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী পর্যায়ে এটি গ্রামীণ এলাকায় অবকাঠামো এবং কৃষি খাতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সহায়তা জোরদার করবে।

রহমান/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া