চীনজুড়ে পালিত হচ্ছে ছিংমিং দিবস
2024-04-04 18:07:24

এপ্রিল ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে পালিত হচ্ছে ছিংমিং দিবস। এ বছর দিবসটি পড়েছে বৃহস্পতিবার। এই দিবসে প্রয়াত স্বজনদের স্মরণ, পূর্ব প্রজন্মের মানুষদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সমাধি পরিষ্কার করা ও প্রকৃতির সান্নিধ্য উপভোগ করা হয়। এই সময়ে বসন্তের সৌন্দর্য প্রকৃতিতে ফুটে ওঠে। অনেকে এসময় পাহাড়ে, অরণ্যে বেড়াতে যান। কৃষকরাও ব্যস্ত থাকেন বসন্তকালীন কৃষিকাজে।

সমাধি পরিষ্কারকরণ দিবস বা ছিংমিং ফেস্টিভ্যাল উপলক্ষ্যে বেইজিংসহ দেশের নানা প্রান্তে সমাধিস্থানগুলোতে প্রয়াত স্বজনদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অনেকে। এদিন শহীদ জাতীয় বীরদের সমাধিতেও পুস্পস্তবক অর্পন করা হয়।

শান্তা/রহমান