মহাকাশে মানব মস্তিষ্কে গুরুত্বপূর্ণ পরীক্ষা চালালেন চীনের নভোচারীরা
2024-04-04 18:09:11

এপ্রিল ৪, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি মহাকাশ স্টেশনে মানব মস্তিষ্কের ওপর গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোএনসেফালোগ্রাম (ইইজি) পরীক্ষা চালিয়েছেন চীনের শেনচৌ-১৭ মহাকাশযানের নভোচারীরা।

মহাকাশ পরিবেশে মানব মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার জন্য গবেষণাটি চালিয়েছেন তারা।

মহাকাশে স্থাপন করা একটি ইইজি পরীক্ষা প্ল্যাটফর্মের কারণে এমন গবেষণা সম্ভব হয়েছে। নিরাপদ, নির্ভরযোগ্য, সহজে বহনযোগ্য এবং ব্যবহারকারীবান্ধব প্ল্যাটফর্মটি বিভিন্ন ধরনের ইইজি গবেষণা পরিচালনায় ব্যবহার করা যায়।

এই গবেষকরা একটি ইইজি পরীক্ষার জন্য একটি আদর্শ পদ্ধতি নির্ধারণ করেছেন, যার মাধ্যমে মাটি পরীক্ষা ও যাচাইয়ের কাজও করা যাবে।

শুভ/শান্তা/ফয়সল