চলতি বছর চীন-বাংলাদেশ মুক্তবাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে: রাষ্ট্রদূত
2024-04-04 18:10:11

৪ এপ্রিল ,সিএমজি বাংলা ডেস্ক: চীন ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এ বছর। এমনটা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার বাংলাদেশের অবস্থিত চীনা দূতাবাসে চীন সরকারের প্রশিক্ষণ অনুষ্ঠান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দুই দেশের মানুষের মাঝে সাংস্কৃতিক আদান-প্রদান বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত সপ্তাহে চীন-বাংলাদেশের মুক্তবাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা হয়। চলতি বছর কৃষি, স্বাস্থ্য, পানি প্রযুক্তি, জরুরি উদ্ধার ও চীনা ভাষা বিষয়ে বাংলাদেশের ১৯টি দ্বিপক্ষীয় অনুষ্ঠান, ৫০০টি প্রশিক্ষণ এবং ৩০টি বহুপক্ষীয় অনুষ্ঠানসহ সম্পন্ন হবে। বহুপক্ষীয় অনুষ্ঠানে বাংলাদেশসহ অন্য দেশও অংশগ্রহণ করবে।

একইসঙ্গে অংশগ্রহণকারীরা চীন, চীনের উন্নয়ন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি  সম্পর্কে জানতে পারবে।

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও স্নাতকোত্তর ও পিএইচডির জন্য বৃত্তির আয়োজন করেছে। চীনা দূতাবাস ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এ বছরের অক্টোবরের মধ্যেই সকল প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা হবে বলে জানান রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন চীনের আন্তর্জাতিক উন্নয়ন কর্পোরেশনের ডেপুটি ডিরেক্টর অব জেনারেল মেং রান। দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শি শেন, বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসান সারোয়ার এবং ইআরডির অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

 রাসেল/ফয়সল