চীনে ফিরলো ফু বাও
2024-04-04 18:02:00

এপ্রিল ৪, সিএমজি বাংলা ডেস্ক: চার্টাড ফ্লাইটে বাড়ি ফিরেছে জায়ান্ট পান্ডা ফু বাও। বুধবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে সিছুয়ান প্রদেশের ছেতু বিমান বন্দরে ফু বাওকে বহনকারী প্লেন অবতরণ করে।

রিপাবলিক অব কোরিয়া বা দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণকারী প্রথম জায়ান্ট পান্ডা হলো ফু বাও। চীন থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া জায়ান্ট পান্ডা ল্য বাও এবং আই বাও এর ঘরে জন্ম নেয় ফু বাও।

ছেংতু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস চেকিংয়ের পর ফু বাওকে কোয়ারেন্টিনের জন্য সিছুয়ানের ওলং জাতীয় প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলের শেনশুপিং জায়ান্ট পান্ডা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর জায়ান্ট পান্ডার অধীনে শেনশুপিং জায়ান্ট পান্ডা বেসের ডেপুটি ডিরেক্টর লি কুয়ো জানান বেসটি ফু বাওকে স্বাগত জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত।

লি বলেন, ফু বাওকে কবে দর্শকরা দেখতে পাবেন সেটি নির্ধারণ করা হবে তার খাপ খাইয়ে নেয়ার উপর। অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় অভিযোজন সময়কাল এক মাস থেকে আট মাস পর্যন্ত বা তারও বেশি হতে পারে।

ফু বাও ২০২০ সালের জুলাই মাসে জন্ম নেয়। চীন এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত প্রাসঙ্গিক চুক্তি অনুসারে চার বছর পূর্ণ হওয়ার আগেই চীনে ফিরে এসেছে ফু বাও।

এর আগে দক্ষিণ কোরিয়ায় ফু বাও এর ভক্তরা তাকে বিদায় জানায়।

শান্তা/রহমান