দক্ষিণ চীন সাগর দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব চীনের: ব্রিটিশ আইনবিদ
2024-04-04 18:19:24

এপ্রিল ৪: সম্প্রতি, ‘দক্ষিণ চীন সাগরের ইতিহাস ও সার্বভৌমত্ব’ বইয়ের লেখক ও ব্রিটিশ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ অ্যান্থনি কার্টি বলেছেন যে, দক্ষিণ চীন সাগর দ্বীপপুঞ্জ প্রাচীনকাল থেকেই চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং এর উপর দেশটির সম্পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে, যার ঐতিহাসিক এবং আইনি ভিত্তি আছে।

সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত একটি একাডেমিক সেমিনারে, অ্যান্থনি কার্টি তার বই ‘দক্ষিণ চীন সাগরের ইতিহাস এবং সার্বভৌমত্ব’ লেখার প্রক্রিয়াটি তুলে ধরেন। ১০ বছরেরও বেশি সময় ধরে, কার্টি ১৯ শতকের শেষ থেকে দক্ষিণ চীন সাগর দ্বীপপুঞ্জের মালিকানার বিষয়ে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভ এবং মাঠ-জরিপ পর্যালোচনা করেন, এ দ্বীপপুঞ্জের ঐতিহাসিক পরিবর্তন ও মালিকানা শনাক্ত করেন, যা দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব স্পষ্ট করেছে। এটি প্রমাণ করে যে দক্ষিণ চীন সাগর দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব চীনের অন্তর্গত, যা এ দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের অধ্যয়নের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য এবং আন্তর্জাতিক আইনের প্রমাণ সরবরাহ করে।

(জিনিয়া/হাশিম/শুয়েই)