কলেরার বিরুদ্ধে লড়াইয়ে জাম্বিয়াকে ৫ লাখ ডলার দিল চীন
2024-04-04 18:00:24

এপ্রিল ৪, সিএমজি বাংলা ডেস্ক:  জাম্বিয়ার চীনা দূতাবাস বুধবার দেশটিকে কলেরার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য জাম্বিয়ান সরকারকে প্রায় ৫ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে।

এই বছরের জানুয়ারিতে কলেরা প্রাদুর্ভাবের সময় দূতাবাস কর্তৃক ঘোষিত কলেরা সহায়তা ব্যবস্থার অংশ হিসেবে এই অনুদান দেয়া হয়।

চীনা দূতাবাসের শার্জ ডি'অ্যাফেয়ার্স ওয়াং শেং বলেছেন, দূতাবাস গত মাসে সহায়তা ব্যবস্থা বাস্তবায়নের জন্য জাম্বিয়ান কর্তৃপক্ষের সাথে কাজ করছে।

জাম্বিয়া গত বছরের অক্টোবর থেকে কলেরা প্রাদুর্ভাবের সাথে লড়াই করছে, যেখানে ২০ হাজারের বেশি কলেরা আক্রান্ত হয়েছে এবং ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ওয়াং বলেছেন এই অনুদান জাম্বিয়ান সরকার এবং জনগণকে স্যানিটেশন এবং জল সরবরাহের উন্নতি করতে সাহায্য করবে  যাতে  আরও বেশি প্রাদুর্ভাব এড়ানো যায়।

শান্তা/রহমান