লাওসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2024-04-04 18:20:29

এপ্রিল ৪: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) কুয়াং সি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে লাওসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেলুমক্সায় কোমাসিথের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, লাওসের সাথে দুই পার্টির এবং দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত ঐকমত্য বাস্তবায়ন করতে, চীন-লাওস অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ এগিয়ে নিতে এবং আরও দৃশ্যমান ফলাফল অর্জন করতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক বেইজিং।

আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালনে লাওসকে, চীন পূর্ণ সমর্থন দেবে জানিয়ে ওয়াং ই বলেন, চীন-আসিয়ান অভিন্ন কল্যাণের সমাজ সমৃদ্ধ করতে এবং যৌথভাবে আঞ্চলিক শান্তি ও উন্নয়ন রক্ষা করতেও দেশটির সঙ্গে কাজ করবে বেইজিং।

সেলুমক্সায় তাঁর আস্থা ব্যক্ত করে বলেন, চীন নতুন মানের উত্পাদন শক্তির বিকাশ এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে। লাওস-চীন অভিন্ন কল্যাণের সমাজের কর্ম-পরিকল্পনার নতুন সংস্করণ বাস্তবায়নের জন্য চীনের সাথে কাজ করতে তার দেশ ইচ্ছুক বলেও জানান তিনি। বৃহত্তর অর্থনৈতিক সুফল লাভের জন্য লাওস-চীন রেলপথকে উন্নীত করার কথাও বলেন সেলুমক্সায়।

দুই পক্ষ দক্ষিণ চীন সাগর এবং অভিন্ন উদ্বেগের অন্যান্য বিষয়েও মতবিনিময় করেছে।

(জিনিয়া/হাশিম/শুয়েই)