কম্বোডিয়ার সিনেটের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হুন সেনকে চীনের অভিনন্দন
2024-04-03 19:37:36

এপ্রিল ৩: কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও কম্বোডিয়া পিপলস পার্টির প্রধান হুন সেন দেশটির নতুন সিনেটের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ (বুধবার) নতুন সিনেটের প্রথম পূর্ণাঙ্গ সভায় তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে ওয়াং জোর দিয়ে বলেন, চীন তার নিজস্ব জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি উন্নয়ন পথ গ্রহণে কম্বোডিয়াকে দৃঢ়ভাবে সমর্থন অব্যাহত রাখবে এবং স্থিতিশীলতা বজায় রাখতে ও উন্নয়নকে ত্বরান্বিত করতে দেশটিকে সমর্থন দেবে।

ওয়াং বলেন, বর্তমানে চীন-কম্বোডিয়া সম্পর্কের উন্নতির ভালো গতি রয়েছে। দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন এবং কম্বোডিয়ার মধ্যে একটি অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ উচ্চস্তরে এবং উচ্চমানের একটি নতুন যুগে প্রবেশ করেছে। চীন, কম্বোডিয়ার সাথে দুই দেশের নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করতে, যৌথভাবে আধুনিকায়নের দিকে অগ্রসর হতে এবং দুই জনগণের আরও কল্যাণে কাজ করতে ইচ্ছুক।

(জিনিয়া/হাশিম/শুয়েই)