বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং
2024-04-03 19:55:35

এপ্রিল ৩: সবাইকে বৃক্ষরোপণে অংশ নিতে এবং যৌথভাবে সুন্দর চীন নির্মাণ করতে উত্সাহ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আজ (বুধবার) বেইজিংয়ে প্রেসিডেন্ট সি বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেয়ার সময় এ উৎসাহ দেন।

তিনি বলেন, চীনের ঐতিহ্যবাহী ছিংমিং উত্সব অর্থাত্ সমাধি পরিষ্কার উত্সবের সময় গাছ লাগানোর ভালো ঋতু। সবার উচিত সক্রিয়ভাবে বৃক্ষরোপণে অংশ নেয়া, সুন্দর চীন নির্মাণে নিজের অবদান রাখা, যৌথভাবে মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থানের চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের নতুন অধ্যায় উন্মোচন করা।

সকাল ১০টা ৪০মিনিটে, প্রেসিডেন্ট সি বেইজিংয়ের থুংচৌ ডিস্ট্রিক্টের লুছেং থানায় গিয়ে জনসাধারণের সঙ্গে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন।

গাছ লাগানোর সময় প্রেসিডেন্ট সি শিশুদের পড়াশোনা, জীবন এবং শারীর চর্চা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি জোর দেন যে, শিশু-কিশোররা মাতৃভূমির ভবিষ্যত। তাদেরকে শৈশব থেকেই সক্রিয়ভাবে কায়িক-শ্রমে অংশগ্রহণ করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে, তাদের হৃদয়ে সবুজ বীজ রোপণ করতে হবে এবং প্রকৃতিকে শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি গড়ে তুলতে হবে।

(শুয়েই/হাশিম/জিনিয়া)