খুনলুন পর্বতে দেখা গেল সাইবেরিয়ান আইবেক্স ছাগল
2024-04-03 18:59:31

এপ্রিল ৩, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের খুনলুন পর্বতে দেখা মিললো বিরল প্রজাতির সাইবেরিয়ান আইবেক্স ছাগল। দেশটির জাতীয় দ্বিতীয় শ্রেণীর সুরক্ষিত প্রাণী হিসেবে তালিকাভুক্ত সাইবেরিয়ান আইবেক্স ছাগল।

বিশ্বের বিপন্ন প্রাণীর তালিকাও রয়েছে এ প্রাণীটি। এদের সংখ্যা ক্রমশ কমছে এবং বর্তমানে বিশ্বব্যাপী ৫ হাজারের কম সাইবেরিয়ান আইবেক্স অবশিষ্ট রয়েছে।

এই ছাগলগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে ৩ হাজার ৫০০ থেকে ৬ হাজার মিটার উচ্চতায় পাহাড়ে বাস করে। এরা সাধারণত ঘাস খায়।

চীনের খুনলুন পর্বতমালার উচ্চতা এবং রুক্ষ ভূখণ্ড সাইবেরিয়ান আইবেক্সের জন্য একটি নিরাপদ আবাসস্থল।

চীনের বন্যপ্রাণী কর্মকর্তারা সাইবেরিয়ান আইবেক্সের সংখ্যা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে- শিকার নিষিদ্ধ, আবাসস্থল সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি