দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের উসকানি বন্ধ করা উচিত: চীনা মুখপাত্র
2024-04-03 19:41:59

এপ্রিল ৩: ফিলিপাইনের উচিত দক্ষিণ চীন সাগরে উসকানিমূলক আচরণ অবিলম্বে বন্ধ করা। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

দক্ষিণ চীন সাগরের বর্তমান পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেন ওয়াং। তিনি বলেন, চীন এবং ফিলিপাইনের মধ্যে বর্তমান ক্রমবর্ধমান সমুদ্র-সম্পর্কিত বিরোধের মূল কারণ হল দেশটি বহিরাগত শক্তির সমর্থনের উপর নির্ভর করে, তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে এবং বারবার উস্কানি দেয়। ফিলিপাইনের অবিলম্বে তার লঙ্ঘন এবং উস্কানি বন্ধ করা, তার প্রতিশ্রুতি মেনে চলা এবং চীন এবং ফিলিপাইনের মধ্যে সম্পর্ক বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন ওয়াং ওয়েন বিন।

(শুয়েই/হাশিম/জিনিয়া)