গাজায় আন্তর্জাতিক ত্রাণকর্মী হত্যার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দায় ফ্রান্স
2024-04-03 13:41:24

এপ্রিল ৩: গাজায় ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন আন্তর্জাতিক ত্রাণকর্মীর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানায় ফ্রান্স। গতকাল (মঙ্গলবার) দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজার্ন এ কথা বললেন।

এদিন প্যারিসে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে পর অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রাণকর্মীদের রক্ষা করা প্রত্যেক দেশের অবশ্য পালনীয় নৈতিক ও আইনি কর্তব্য। ইসরায়েলের এ হামলার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলী বাহিনী গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাহ’র ওপর বিমান হামলা চালালে দাতব্য সংস্থা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে’র ৭ জন কর্মী নিহত হন।

যৌথ সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ইসরায়েলকে ব্যবস্থা নিয়ে গাজার নিরীহ বেসামরিক নাগরিক, বিশেষ করে ফিলিস্তিনি শিশু ও ত্রাণকর্মীদের রক্ষা করতে হবে।

(প্রেমা/হাশিম/শুয়েই)