চীনের মেগা-মার্কেট বিশ্বের জন্য সুযোগ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
2024-04-03 17:56:08

এপ্রিল ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনীতির শুভ সূচনা বিশ্ব অর্থনীতির জন্য উজ্জ্বল সুযোগ। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনপিন এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, চীন বিশ্বের কাছে ব্যাপক ও বিস্তৃতভাবে উন্মুক্ত হচ্ছে এবং চীনের মেগা-মার্কেট বা বিশাল বাজার বিশ্বের জন্য প্রচুর সুযোগ নিয়ে আসবে।

তিনি বলেন, চীনের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স ( পিএমআই)) এবং অ-উৎপাদনকারী পিএমআই -এর সর্বশেষ বৃদ্ধি আন্তর্জাতিক মিডিয়ার ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। তারা এই পরিসংখ্যানগুলোকে প্রমাণ হিসাবে দেখে যে চীনের অর্থনীতি বৃদ্ধির জন্য নতুন চালক খুঁজে পেয়েছে।

ওয়াং আরও বলেন, মার্চের জন্য চীনের উৎপাদন পিএমআই, অ-উৎপাদনকারী পিএমআই এবং কম্পোজিট পিএমআই সংখ্যা ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ পেয়েছে। তিনটি প্রধান সূচকের একযোগে উত্থান এবং এগুলো যে সমস্ত সম্প্রসারণ অঞ্চলে রয়েছে তা প্রমাণ করে যে চীনের অর্থনীতি একটি ভাল গতি উপভোগ করছে, এর অভ্যন্তরীণ চালিকা শক্তি জোরদার হচ্ছে, জনগণের প্রত্যাশার উন্নতি হচ্ছে এবং চীনের উচ্চমানের উন্নয়ন হচ্ছে।

ওয়াং জানান, পিএমআই সংখ্যা ছাড়াও, চীনের আমদানি ও রপ্তানি, বিদ্যুৎ উৎপাদন, যাত্রী ও কার্গোর পরিমাণ, বসন্ত উৎসবের সময় খরচ সবই অর্থনৈতিক প্রত্যাবর্তনের ইতিবাচক লক্ষণ দেখিয়েছে, যা ২০২৪  সালে চীনা অর্থনীতির জন্য বিশ্বের প্রত্যাশা বাড়িয়েছে।

শান্তা/রহমান