১০ কোটি কিলোওয়াট পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন
2024-04-03 18:57:35

এপ্রিল ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তরে অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়া। বায়ু এবং সৌর শক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎসে সমৃদ্ধ এ অঞ্চলটি।

সম্প্রতি চীনের প্রথম প্রাদেশিক-স্তরের অঞ্চল হিসেবে ১০ কোটি কিলোওয়াটের বেশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছে ইনার মঙ্গোলিয়া। মঙ্গলবার আঞ্চলিক ব্যুরো এ তথ্য জানিয়েছে।

মার্চ মাসের শেষ নাগাদ অঞ্চলটির ১০ কোটি কিলোওয়াটের পরিবেশেবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হবে। এর ফলে প্রতি বছর প্রায় ২৩০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

এটি ৭০ মিলিয়ন টন স্ট্যান্ডার্ড কয়লা বাঁচাতে সাহায্য করবে, যা ১৯০ মিলিয়ন টনেরও বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাসের সমতুল্য।

চলতি বছরে অঞ্চলটিতে আরও ৪ কোটি কিলোওয়াট পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি