কূটনৈতিক এবং কনস্যুলার স্থানের ‘অলঙ্ঘনীয়তা’কে সম্মান করতে হবে: জাতিসংঘ
2024-04-03 17:43:05

এপ্রিল ৩: সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের বোমা হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি গতকাল (মঙ্গলবার) বলেছেন, কূটনৈতিক এবং কনস্যুলার স্থানগুলোর ‘অলঙ্ঘনীয়তা’ অবশ্যই শর্তহীনভাবে মানতে হবে এবং একইসঙ্গে সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সম্মান করতে হবে।

ইরানের অনুরোধে, নিরাপত্তা পরিষদ একই দিন সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার বিষয়ে একটি জরুরি বৈঠক করে। বৈঠকে, খিয়ারি হামলার বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের নিন্দা পুনর্ব্যক্ত করে বলেন, যে কোনও পরিস্থিতিতে, ‘কূটনৈতিক এবং কনস্যুলার’ স্থানের এবং তাদের কর্মীদের অলঙ্ঘনীয়তাকে সম্মান করতে হবে। তিনি আরও জোর দেন যে, আন্তর্জাতিক আইন অনুসারে সকল সদস্য দেশের সার্বভৌমত্ব এবং ভূখন্ডের অখণ্ডতাকে সম্মান করা, নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

(শুয়েই/হাশিম/জিনিয়া)