মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্ট চীন সফর করবেন
2024-04-03 19:04:35

এপ্রিল ৩: চীন সফর আসছেন মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্ট ওয়েসলি সিমিনার। তিনি ৫ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এ সফর করবেন। আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বলেন, ৩৫ বছর আগে চীন এবং মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে, দুই দেশের মধ্যে সম্পর্কের ব্যাপক অগ্রগতি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের ব্যবহারিক সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, উভয় দেশের জনগণ উপকৃত হয়েছে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নে সহায়ক হয়েছে।

এই সফরে দুই দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং অভিন্ন উদ্বেগের বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করবেন।

বেইজিং এই সফরকে সুযোগ হিসেবে গ্রহণ করবে জানিয়ে ওয়াং ওয়েন বিন বলেন, পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি ও বাস্তবভিত্তিক সহযোগিতাকে আরও গভীর করতে, জনগণের মধ্যে ও সাংস্কৃতিক বিনিময় প্রসারিত করতে এবং দু’দেশের সম্পর্কের আরও উন্নয়নে মাইক্রোনেশিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক চীন।

 (জিনিয়া/হাশিম/শুয়েই)