বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বৃদ্ধি পাবে দুদেশের সর্বাত্মক সহযোগিতা
2024-04-03 18:58:40

ঢাকা, এপ্রিল ৩, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতে বিষয়টি আলোচিত হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের নেতাদের অভিন্ন যত্ন ও প্রচারের মাধ্যমে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব ক্রমাগত গভীর হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ভালো ফলাফল অর্জন করেছে, যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমানে চীন ও বাংলাদেশ উভয়ই উন্নয়ন ও পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবেলা করছে।

তিনি বলেন, চীন দুই দেশের মধ্যে শাসনব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে ইচ্ছুক এবং বাংলাদেশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক।

তিনি জানান, আরও বেশি চীনা উদ্যোগকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। ইয়াও ওয়েন বলেন, দুইদেশের জনগণের মধ্যে আদান-প্রদান জোরদার করতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষযে বৃহত্তর ভূমিকা পালনে বাংলাদেশকে সমর্থন করে চীন যাতে বাংলাদেশ তার ‘ভিশন ২০৪১’ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ লক্ষ্য অর্জনে যথাসম্ভব দ্রুত সাফল্য অর্জন করতে পারে।

বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনসহ অভিন্ন উদ্বেগের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

শান্তা/রহমান