মস্কোর কনসার্ট হলের সন্ত্রাসী হামলায় দশম সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে রুশ আদালত
2024-04-02 16:27:13

এপ্রিল ২: গতকাল (সোমবার) ক্রোকাস সিটি হলের সন্ত্রাসী হামলার দশম সন্দেহভাজন ব্যক্তিকে আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে  মস্কোর একটি আদালত।

জানা গেছে, ওই সন্দেহভাজনের নাম ইয়াকুব জিওনি ইউসুফ জোদা। তিনি তাজিকিস্তানের নাগরিক, বিয়ের পর ৩ সন্তানের দেখাশোনা করছে। তাকে ২২ মে পর্যন্ত আটক রাখা হবে।

তদন্তে জানা গেছে, সন্ত্রাসী হামলার কয়েক দিন আগে তিনি নিজের ব্যাংক কার্ড থেকে অন্য সন্ত্রাসীদের টাকা স্থানান্তর করেছে এবং হামলার পর তিনি অন্য আরেক সন্ত্রাসীকে টাকা দিয়েছে।

 

রুশ ফেডারেল নিরাপত্তা ব্যুরো জানায়, এ পর্যন্ত ১১জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চারজন ক্রোকাস সিটি হলের সন্ত্রাসী হামলা চালিয়েছে। ২২ মার্চ মস্কোর উপকণ্ঠের ক্রোকাস সিটি হলের ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় ১৪৪জন নিহত এবং ৫৫১জন আহত হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)