যৌথ অংশীদারীত্ব বৃদ্ধিতে ফ্রান্সের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন
2024-04-02 19:25:35

এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজোর্নের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সোমবার বেইজিংয়ে উভয়ে দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য বলেন, চীন ও ফ্রান্স উভয়ই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং স্বাধীন দেশ। উভয় দেশের মধ্যে ঐতিহাসিকভাবে বিনিময় অব্যহত রয়েছে এবং সময়ের গুরুত্বপূর্ণ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।

চলতি বছর চীন ও ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উল্লেখ করে ওয়াং বলেন, চীন-ফ্রান্স সার্বিক কৌশলগত অংশীদারীত্বকে আরও দৃঢ় করতে এবং গতিশীলতা বৃদ্ধিতে ফ্রান্সের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুস্থ ও স্থিতিশীল সম্পর্কের উন্নয়নে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত চীন। পাশাপাশি অস্থিরতায় জর্জরিত বিশ্বে আরও স্থিতিশীলতা আনতে চায় চীন।

তিনি বলেছেন, চীন সক্রিয়ভাবে নতুন মানের উৎপাদন চেইন গড়ে তুলছে এবং ক্রমাগত উচ্চ-মানের উন্নয়ন বৃদ্ধি করছে। এই পদক্ষেপগুলো ফ্রান্স এবং বিশ্বের বাকি অংশকে আরও এগিয়ে যেতে সুযোগ করে দেবে। পাশাপাশি চীন-ফ্রান্স সম্পর্কে নতুন প্রাণশক্তি সঞ্চার করবে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি