‘বেইজিং থেকে প্যারিস’: ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রম শুরু করছে সিএমজি
2024-04-02 17:57:17


এপ্রিল ২: চায়না মিডিয়া গ্রুপ সিএমজি ‘বেইজিং থেকে প্যারিস- চীন ও ফ্রান্সের শিল্পীদের অলিম্পিক যাত্রা’ শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠান চালু করতে যাচ্ছে।

চীন এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের পৌঁছানো ঐকমত্য অনুসারে, প্যারিস অলিম্পিকের প্রধান সম্প্রচারক হিসাবে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি, ফরাসি জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি,  ফরাসি পেশাদার ফুটবল লীগ এবং অনেক ফরাসি শিল্প প্রতিষ্ঠানকে যৌথভাবে শিল্পীদের প্রদর্শনীতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে।

সিএমজির সম্পাদকীয় বোর্ডের সদস্য সুয়েই জি চুন বলেন, ২০২৪ সাল চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী এবং চীন-ফ্রান্স সাংস্কৃতিক পর্যটন বছর। চীন এবং ফ্রান্স উভয়েরই চমৎকার সভ্যতা রয়েছে, যা মানব ইতিহাসের দীর্ঘ প্রবাহে একে অপরের পরিপূরক হয়েছে। সিএমজি ‘বেইজিং থেকে প্যারিস’ ধারাবাহিক মিডিয়া কার্যক্রম চালু করেছে, আশা করছে যে দুটি অলিম্পিক শহর বেইজিং এবং প্যারিসের সংযোগের মাধ্যমে, এটি অলিম্পিক চেতনা ও সংস্কৃতির প্রসারকে আরও উন্নীত করবে এবং নতুন প্রেরণা ও জীবনীশক্তি প্রদান করবে।

‘বেইজিং থেকে প্যারিস’ চিত্র প্রদর্শনী অনুষ্ঠান ২০২৪ সালের মে মাসে ফ্রান্সের প্যারিসের লেস ইনভালিডেস প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত হবে। এতে চীনের শতাধিক সেরা শিল্পীর দুই শতাধিক চমত্কার শিল্পকর্ম ফরাসি জনসাধারণের সামনে উপস্থাপন করা হবে।

(শুয়েই/হাশিম/জিনিয়া)