ইসরায়েলকে তীব্র নিন্দা জানায় ইরান ও সিরিয়া
2024-04-02 11:04:58

এপ্রিল ২: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (সোমবার) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সল মেকদাদের সঙ্গে এক ফোনালাপে এদিন সিরীয় দূতাবাসের কনস্যুলার বিভাগের স্থাপত্যের ওপর ‘পাশবিক’ বিমান হামলার তীব্র নিন্দা জানান। এদিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানায়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানী বলেন, হামলাটি গুরুতরভাবে ‘ভিয়েনা কূটনৈতিক সম্পর্ক কনভেনশন’ লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক সমাজ ও জাতিসংঘের উচিত এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ‘আগ্রাসক’-এর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তিনি জোরদার দিয়ে বলেন, এ হামলায় ইরান পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)