গাজা উপত্যকায় পূর্ণমাত্রায় যুদ্ধবিরতি বাস্তবায়নের উপর জোর দিয়েছে জর্ডান ও মিশর
2024-04-02 11:30:54

এপ্রিল ২: গতকাল (সোমবার) জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ আম্মানে মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনা করেছেন। উভয় পক্ষ দ্রুত গাজা উপত্যকায় পূর্ণমাত্রায় যুদ্ধবিরতি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

সেদিন জর্ডানের রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানায়, সীমান্ত ক্রসিং দিয়ে পণ্য সরবরাহের বাধা অপসারণ করতে হবে। যাতে গাজা উপত্যকার সবখানে মানবিক সহায়তা পাঠানো যায়। পাশাপাশি, গাজায় যে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে তার অবনতি রোধে আন্তর্জাতিক সমাজকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। জর্ডান ও মিশর সব দিক থেকে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখবে।

উভয় পক্ষ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনও প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। তারা পশ্চিম তীর ও গাজা উপত্যকা বিচ্ছিন্ন করার বিরোধিতা করে এবং দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে যে কোনও সামরিক পদক্ষেপ বিপজ্জনক পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছে।

পাশাপাশি, ফিলিস্তিন ইস্যুতে একটি রাজনৈতিক পদ্ধতি খুঁজে বের করা এবং ‘দুই রাষ্ট্র সমাধানের’ উপর জোর দিয়েছে।

(অনুপমা/তৌহিদ)