গ্রীষ্মে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়াবে চীন
2024-04-02 19:32:46

এপ্রিল ০২, সিএমজি বাংলা ডেস্ক: ভ্রমণকারীদের আরও বেশি গন্তব্যের সঙ্গে যুক্ত করতে চীনের বেসামরিক বিমানচলাচল খাত এই গ্রীষ্মে আন্তর্জাতিক রুট ও ফ্লাইটের সংখ্যা বাড়াতে যাচ্ছে।

চীনের বেসামরিক বিমানচলাচল প্রশাসন জানিয়েছে, মার্চ থেকে শুরু হয়ে অক্টোবরের শেষ নাগাদ – এ গ্রীষ্মে ১২২টি চীনা ও আন্তর্জাতিক এয়ারলাইন চীন ও অন্য ৬৬ দেশের মধ্যে সপ্তাহে ১২ হাজার ৬শর বেশি আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে।

এছাড়া চীন ও ৪৬টি দেশের মধ্যে ৬৭টি চীনা ও আন্তর্জাতিক এয়ারলাইন্সকে সপ্তাহে ৪ হাজার ৬শরও বেশি মালবাহী ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।

বেসামরিক বিমানচলাচল প্রশাসন আরও জানিয়েছে, চীনের একটি অভ্যন্তরীণ এয়ারলাইন এবং দুটি বিদেশি এয়ারলাইন এই গ্রীষ্মে নতুন করে চীনে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে।

ভিয়েতনাম, জাপান, লাওস, রাশিয়াসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের বিমানচলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

 রহমান/শান্তা