বেইজিংয়ে শুরু হয়েছে চীন-ফরাসি সাংস্কৃতিক উৎসব ক্রয়েসমেন্ট ফেস্টিভ্যাল
2024-04-02 19:26:47

এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক : ১৮ তম ক্রয়েসমেন্ট ফেস্টিভ্যাল, বছরের সবচেয়ে উল্লেখযোগ্য চীন-ফরাসি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে একটি।  সোমবার বেইজিংয়ে এই উৎসব শুরু হয়েছে। এতে সঙ্গীত, নাটক, চলচ্চিত্র এবং ভিজ্যুয়াল আর্টসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হচ্ছে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক ফরাসি মন্ত্রী স্টিফেন সেজোর্ন এবং চীনে ফরাসি রাষ্ট্রদূত বার্ট্রান্ড লরথোলারি উপস্থিত ছিলেন।  অস্কার বিজয়ী অভিনেত্রী মিশেল ইয়েও এবং তার স্বামী চিন টড  ইভেন্ট অ্যাম্বাসেডর ছিলেন।

 চলতি বছরের জানুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ার পর এটি সেজর্নের প্রথম চীন সফর। দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে আদান-প্রদানের জন্য এই উৎসব একটি সুযোগ বলে মনে করেন মন্ত্রী। 

এই বছর চীন এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০ তম বার্ষিকী এবং এটি চীন-ফ্রান্স সংস্কৃতি ও পর্যটন বছর।

"নিষিদ্ধ শহর এবং ভার্সাই প্রাসাদ", ১৭ ও ১৮ শতকের চীন-ফ্রান্স সাংস্কৃতিক বিনিময়ের একটি প্রদর্শনী। একই দিনে বেইজিংয়ের প্রাসাদ জাদুঘরে এই প্রদর্শনী শুরু হয়। 

এই প্রদর্শনীতে চীন ও ফ্রান্সের প্রায় ২শ’টি চমৎকার সাংস্কৃতিক নিদর্শন প্রদর্শিত হবে, যেখানে উভয় দেশের ইতিহাস ও সংস্কৃতির স্বতন্ত্র দিকগুলো তুলে ধরা হবে। আয়োজনটি আগামী ৩০ জুন পর্যন্ত চলার কথা রয়েছে।

ঐশী/শান্তা

তথ্য ও ছবি : সিসিটিভি