স্কুলে হয়রানি বন্ধে কড়াকড়ি চীনে
2024-04-02 19:30:36

 

এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: স্কুলে কিশোর-কিশোরীদের হয়রানি বা মানসিক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে চীনের স্থানীয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক কয়েকটি ঘটনার জের ধরেই কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে।

সম্প্রতি শানতোং ও কুয়াংতোং প্রদেশের কয়েকজন শিক্ষার্থী স্কুলে তাদের সহপাঠীদের দ্বারা আক্রান্ত হওয়ার সাপেক্ষে নড়েচড়ে বসে স্থানীয় কর্তৃপক্ষ।

গত সপ্তাহে, ফুচিয়ান প্রদেশের শিক্ষা বিভাগ স্থানীয় ব্যুরোগুলোকে ক্যাম্পাসে এ ধরনের হয়রানি ও সহিংসতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক পরিদর্শন পরিচালনার নির্দেশ দিয়েছে।

সিচুয়ান প্রদেশের ছেংতু এডুকেশন ব্যুরো গত মাসে ঘোষণা করেছে, জুনিয়র মিডল স্কুলের যে শিক্ষার্থীদের বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ আছে তারা সিনিয়র মিডল স্কুলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে।

শাংহাইতে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বুলিং প্রতিরোধে একটি নির্দেশিকা ম্যানুয়াল প্রকাশ হয় ২০১৯ সালে। সেখানে তখন বুলিং প্রতিরোধ ও চিহ্নিত করার ব্যবস্থা চালু করা হয়।

শিক্ষার্থীদের উৎপীড়নের বিভিন্ন স্তরও সংজ্ঞায়িত করা হয়েছে ম্যানুয়ালটিতে। শারীরিক ও মানসিক আঘাতের পাশাপাশি সম্পত্তির ক্ষতিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে স্কুল ও শিক্ষকদের জন্য স্পষ্ট পরিচালনা নির্দেশিকা দেওয়া হয়েছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি