বিদেশি টিভি চ্যানেল বন্ধ করার জন্য সরকারকে অনুমতি দিতে আইন পাস করেছে ইসরায়েল
2024-04-02 11:28:13

এপ্রিল ২: জাতীয় নিরাপত্তা বিপন্ন করার নামে বিদেশি টিভি চ্যানেল বন্ধ করার জন্য সরকারকে অনুমতি দিতে আইন পাস করেছে ইসরায়েল। দেশটির সংসদে গতকাল (সোমবার) এ আইন পাস করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি কাতারভিত্তিক আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ করে দেবেন।

 

ইসরায়েলের সংসদে এদিন পক্ষে-বিপক্ষে ৭১-১৯ ভোটে আইনটি পাস হয়। এ আইন অনুসারে, ইসরায়েলের যোগাযোগমন্ত্রী তার ক্ষমতাবলে ইসরায়েলে বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা, সংশ্লিষ্ট চ্যানেলের অফিস বন্ধ করা এবং চ্যানেলের সরঞ্জাম বাজেয়াপ্ত করা, ইসরায়েলে চ্যানেলগুলোর ওয়েবসাইটের সার্ভার বন্ধ করে দেওয়া এবং অন্য পদ্ধতিতে চ্যানেলটিতে অ্যাক্সেস ব্লক করতে পারেন।

 

আইন অনুযায়ী, বিদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বা সরকারের অনুমোদন প্রয়োজন। শাটডাউন অর্ডারের মেয়াদ ৪৫ দিন। তা বাড়ানো যেতে পারে।

 

(রুবি/তৌহিদ/শিখা)