উদ্ধার করা হলো আটকে পড়া ডলফিন
2024-04-02 19:31:44

এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের ওয়েনলিং সিটির উপকূলীয় অঞ্চলে জোয়ারের পানিতে আটকে পড়া একটি ডলফিনকে উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা ডলফিনটিকে আটকে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।

রোববার মৎস্য প্রশাসন কর্মীরা স্থানীয় পুলিশ ও গ্রামবাসীদের সহযোগিতায় ডলফিনটিকে উদ্ধার করে। এরপর তারা ডলফিনটিকে একটি মাছ ধরার নৌকায় উঠিয়ে সমুদ্রে ছেড়ে দেয়।

বিশেজ্ঞদের মতে, জোয়ারের সঙ্গে সঙ্গে ডলফিনটির পথ চিনে চলাচল কিংবা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জৈবিক ন্যাভিগেশন সিস্টেমে সমস্যা দেখা দেওয়ার কারণে এটি আটকে পড়েছিল।

ডলফিন হল সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এরা বুদ্ধিমত্তা এবং সামাজিক আচরণের জন্য পরিচিত।

শুভ/শান্তা