বিশ্বে দ্যুতি ছড়াচ্ছে চীনের ল্যাবরেটরিতে তৈরি হীরা
2024-04-02 19:34:03

এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যচীনের হেনান প্রদেশের ল্যাবরেটরিতে তৈরি হীরা বিশ্ববাজারে প্রভাব বিস্তার করছে। বিশ্বের প্রতি দুইটি হীরার মধ্যে একটি এই প্রদেশে তৈরি করা হয়। হেনানের প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে হীরা উৎপাদন করছে। এক দশকেরও কম সময়ের মধ্যে এলাকাটি ল্যাব-উৎপাদিত হীরার জন্য শীর্ষস্থানীয় বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছে।

ল্যাবে তৈরি হীরা উৎপাদনের দুটি প্রাথমিক পদ্ধতি রয়েছে। সিভিডি পদ্ধতিতে একটি হীরা ইমপ্ল্যান্ট করা হয়। এতে এক ক্যারেটের ল্যাবে-তৈরি হীরা পেতে প্রায় এক থেকে দুই সপ্তাহ সময় লাগে। চায়নিজ উৎপাদকরা এইচপিএইচটি (উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা) পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করেন এবং এইচপিএইচটি ব্যবহার করে বিশ্বের প্রায় ৫০-৬০ শতাংশ মানবসৃষ্ট হীরা চীনে উত্পাদিত হয়।

চোংনান ডায়মন্ড দারুণ সুন্দর কিছু রঙিন হীরা তৈরি করেছে। ২০২২ সালে সাত বিলিয়ন ক্যারেটের বেশি মানবসৃষ্ট হীরা উৎপন্ন করেছে। চোংনান বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট হীরা উৎপাদনকারীদের অন্যতম।

হেনানে তৈরি ল্যাব-উৎপাদিত হীরা শিল্প এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে, যা বিশ্ব উৎপাদনের ৯০ শতাংশেরও বেশি অংশ নিয়ে চীনকে বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারীতে পরিণত করেছে।

ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ের আংটির বাজারের প্রায় ৫০ শতাংশ ল্যাব-উত্পাদিত হীরা দিয়ে তৈরি। আর এই হীরাগুলোর প্রায় ৮০ শতাংশ চীনে তৈরি।

শান্তা/রহমান