দাসু প্রকল্প ক্যাম্পে গিয়ে চীনা কর্মীদের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমবেদনা
2024-04-02 19:24:28

এপ্রিল ১: দাসু জলবিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ গাড়িবহরে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় চীনা কর্মীদের সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইতুংয়ের সঙ্গে গতাকল সোমবার জলবিদ্যুত্ কেন্দ্র প্রকল্প ক্যাম্পে গিয়ে এ সমবেদনা জানান তিনি।

শাহবাজ দাসু প্রকল্পে সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং তাদের আত্মীয় ও প্রকল্পের চীনা কর্মীদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, চীনা ভাইবোনেরা পাকিস্তানের নির্মাণ, উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তা করতে এসেছেন এবং তাদের নিরাপত্তা রক্ষা করা পাকিস্তান সরকারের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে, শাহবাজ দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দেন যে, পাকিস্তান যে কোনো মূল্যে অপরাধীদের খুঁজে বের করবে এবং চীনা নাগরিক ও প্রকল্পগুলোর সুরক্ষার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেবে।

রাষ্ট্রদূত জিয়াং জাইতুং বলেন, চীন আশা করে এবং বিশ্বাস করে পাকিস্তান নীতি ও ব্যবস্থাগুলোকে সুনির্দিষ্ট কর্মে রূপান্তরিত করবে, যত তাড়াতাড়ি সম্ভব সন্ত্রাসীদের দৃঢ়ভাবে নির্মূল করবে এবং পাকিস্তানে চীনাকর্মী, প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর সুরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। চীন সন্ত্রাস দমনসহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সাথে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক এবং অভিন্ন কল্যাণের চীন-পাকিস্তান সমাজ গড়ে তুলতে একসাথে কাজ করতে ইচ্ছুক বলেও জানান রাষ্ট্রদূত।

(জিনিয়া/হাশিম)