হংকংয়ের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপে চীনের তীব্র প্রতিবাদ
2024-04-01 18:37:30

এপ্রিল ১: চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান ব্যাখ্যা করেছেন।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হংকং কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র আবার তথাকথিত ‘হংকং বিষয়ক রিপোর্ট’ প্রকাশ করে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন, বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচন ব্যবস্থা এবং হংকংয়ের জাতীয় নিরাপত্তাবিধির ভিত্তিহীন সমালোচনা করে, হংকংয়ের গণতন্ত্র, আইন, মানবাধিকার অবস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এটি হংকং ইস্যু এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে গুরুতর হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইন এবং সম্পর্কের গুরুতর লঙ্ঘনও বটে। চীন এ বিষয়ে তীব্র অসন্তোষ জানায় এবং এর বিরোধিতা করে।

মুখপাত্র আরো বলেন, হংকং ইস্যু পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। যদি যুক্তরাষ্ট্র সত্যিই হংকংয়ের কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করে, তাহলে চীন কঠোর পাল্টা ব্যবস্থা নেবে বলে সতর্ক করেন মুখপাত্র।

(শুয়েই/হাশিম/আকাশ)