চীনের হ্যপেই প্রদেশে জাতীয় ঋণ প্রকল্পের তহবিল তত্ত্বাবধান নিয়ে কর্মসম্মেলন আয়োজিত
2024-04-01 11:07:27

এপ্রিল ১: ৩০ ও ৩১ মার্চ চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য, চীনের রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী তিং স্যুয়ে সিয়াং বেইজিংয়ের ফাংশান এলাকা ও হ্যপেই প্রদেশের চুওচৌ পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট কর্মসম্মেলন আয়োজন করেছেন।

কর্মসম্মেলনে তিনি জোর দিয়ে বলেন যে, চীন সরকারের মোতায়েন অনুযায়ী সুশৃঙ্খলভাবে জাতীয় ঋণ প্রকল্প চালু করা এবং তহবিল তত্ত্বাবধানে জোরদার করা জরুরি, যাতে বিভিন্ন প্রকল্পের গুণগতমান ও দুর্নীতিমুক্ত অবস্থা নিশ্চিত করা যায়।

বেইজিং ফাংশান এলাকার তাশিহ্য নদী পুনরুদ্ধার প্রকল্প পরিদর্শনকালে জাতীয় ঋণ দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত জলসেচ প্রকল্প পুনর্নির্মাণের অগ্রগতি জেনে নেওয়া এবং সংশ্লিষ্ট মেরামত কাজে বেইজিংয়ের বন্যা প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করেছেন তিং।

 

হ্যপেই প্রদেশের বাওতিং শহরের চুওচৌ এলাকার জরুরি বন্যা প্রতিরোধ প্রকল্প পরিদর্শনকালে বন্যায় বিধ্বস্ত আবাসিক এলাকার পুনর্গঠন, বন্যা-কবলিত বাসিন্দাদের জীবন পুনরুদ্ধার এবং অবকাঠামো ব্যবস্থাপনা নির্মাণের অগ্রগতির খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনের পর কর্মসম্মেলনে তিনি বলেন, এক ট্রিলিয়ন ইউয়ান জাতীয় ঋণ দিয়ে দুর্যোগের পর সংশ্লিষ্ট পুনর্নির্মাণ ও দুর্যোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নে প্রয়োগ করা হবে। এসব তহবিল কার্যকর ও দুর্নীতিমুক্ত প্রয়োগ নিশ্চিত করবে, যাতে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাপনের মান উন্নত হয় এবং গুণগতমানের প্রকল্প সম্পন্ন করা যায়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)