ফিলিপাইনের নীতি চীনের ভূখণ্ড ও সামুদ্রিক স্বার্থকে প্রভাবিত করবে না
2024-04-01 19:26:10

এপ্রিল ১: ফিলিপাইন যে নীতিই প্রণয়ন করুক না কেন, তা চীনের সার্বভৌমত্ব, ভূখণ্ড ও সামুদ্রিক স্বার্থকে প্রভাবিত করবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, “আমরা আশা করি ফিলিপাইন তার প্রতিশ্রুতি মেনে চলবে, চীন ও ফিলিপাইনের মধ্যে সংশ্লিষ্ট সমঝোতা ও ঐকমত্য মেনে চলবে, চীন ও আসিয়ান দেশগুলোর যৌথভাবে স্বাক্ষরিত দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণ সংক্রান্ত ঘোষণাপত্রের বিধানগুলো মেনে চলবে, লঙ্ঘন এবং উস্কানি বন্ধ করবে, এবং দক্ষিণ চীন সাগরে হস্তক্ষেপ করার জন্য বহিরাগত শক্তিকে অনুরোধ করা বন্ধ করবে।

আলোচনা ও পরামর্শের মাধ্যমে পরিস্থিতি সঠিক পথে ফিরে আসবে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলো যথাযথ দায়িত্ব গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন মুখপাত্র।

(জিনিয়া/হাশিম/শুয়েই)