চীন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টদের বৈঠক
2024-04-01 19:43:44

এপ্রিল ১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো আজ (সোমবার) বিকালে বেইজিংয়ের মহাগণভবনে বৈঠক করেছেন।

সি চিন পিং প্রবোওকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, চীন এবং ইন্দোনেশিয়া উভয়ই বড় উন্নয়নশীল দেশ এবং উদীয়মান বাজার দেশগুলোর প্রতিনিধি। অতীতে, জাতীয় স্বাধীনতা এবং জাতীয় নির্মাণের সংগ্রামে উভয় দেশ একে অপরকে সর্বদা সমর্থন করেছে, ভবিষ্যতেও দুই দেশের উচিত পারস্পরিক সুবিধা এবং জয়-জয়ের অভিন্ন উন্নয়নের মডেল তৈরি করতে আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হওয়া। উভয় পক্ষেরই দৃঢ়ভাবে একটি উন্নয়নের পথ অনুসরণ করা উচিত যা নিজস্ব জাতীয় অবস্থার সাথে মানানসই, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষায় একে-অপরকে দৃঢ়ভাবে সমর্থন করা এবং একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়গুলোতে পরস্পরকে বোঝা ও সমর্থন করা উচিত। চীন ইন্দোনেশিয়ার সাথে ঘনিষ্ঠ আদান-প্রদান বজায় রাখতে, দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময় করতে এবং উন্নয়ন কৌশলগুলোর সংযোগকে শক্তিশালী করতে ইচ্ছুক।

ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট প্রবোও বলন, আমাদের অবশ্যই এক-চীন নীতি মেনে চলতে হবে, চীনের সাথে পরস্পরের মূল স্বার্থকে দৃঢ়ভাবে সমর্থন করতে হবে, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ব্যাপক ও উচ্চমানের উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে।

(শুয়েই/হাশিম/আকাশ)