পার্লামেন্ট নির্বাচন করার দাবি জানিয়েছে ইসরায়েলি জনতা
2024-04-01 14:28:01

এপ্রিল ১: ইসরায়েলি জনগণ গতকাল (রোববার) সন্ধ্যায় পশ্চিম জেরুজালেমে বড় ধরনের অবরোধ আয়োজন করে। তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং পার্লামেন্ট নির্বাচন আয়োজন করার দাবি জানায়। রোববার সন্ধ্যায় নেতানিয়াহু বলেন, চলমান গাজা সংঘর্ষের প্রেক্ষাপটে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে অচলাবস্থা তৈরি হতে পারে।

 

স্থানীয় তথ্যমাধ্যম প্রতিবাদ আয়োজকদের বরাত দিয়ে জানায়, এদিন প্রায় এক লাখ ইসরায়েলি পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়। তারা সরকারকে দ্রুত হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করা এবং ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানায়।

 

এদিকে, গত শনিবার সন্ধ্যায় কয়েক হাজার ইসরায়েলি মানুষ তেল আবিব, বে’য়ার শেভা ও ক্যাজারিয়াসহ বিভিন্ন শহরে মিছিল করে সরকারকে পদত্যাগ করা এবং দেশে পার্লামেন্ট নির্বাচন আয়োজনের দাবি জানায়।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)