থাইল্যান্ড সফর করেছেন লিউ চিয়ান ছাও
2024-04-01 10:53:09

এপ্রিল ১: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিদেশবিষয়ক মন্ত্রী লিউ চিয়ান ছাও’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত থাইল্যান্ড সফর করেছেন। প্রতিনিধিগণ থাই উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীবাম্বি পসিতানুগংসহ থাই নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেছেন। পাশাপাশি, থাই যুবকদের সঙ্গে মতবিনিময় কার্যক্রমে অংশ নিয়েছে প্রতিনিধি দল।

 

উভয় পক্ষ জানিয়েছে, তারা যৌথভাবে দু’দেশের নেতাদের উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করবে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের সুযোগ গ্রহণ করবে, বিনিময় শক্তিশালী করবে এবং রাষ্ট্র পরিচালনায় পারস্পরিক অভিজ্ঞতা শেয়ার জোরদার করবে। একটি ভাগাভাগির ভবিষ্যত গঠনে চীন-থাইল্যান্ড সমাজ গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে দু’পক্ষ।

(রুবি/তৌহিদ/শিখা)