দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ফিলিপাইন: বেইজিং
2024-04-01 19:25:03

এপ্রিল ১: দ্বিতীয় রেন আই রিফ ইস্যুতে চীনকে দেয়া প্রতিশ্রুতি  লঙ্ঘন করেছে ফিলিপাইন। সেখান থেকে অবৈধ যুদ্ধজাহাজগুলো সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও দেশটি ২৫ বছরেরও তা কার্যকর করেনি।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, দ্বিতীয় রেন আই রিফসহ নানশা দ্বীপপুঞ্জ চীনের ভূখণ্ড। একাধিক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ফিলিপাইনের সীমানা নির্ধারিত হয়েছে এবং নানশা দ্বীপপুঞ্জ তার মধ্যে নেই। ফিলিপাইন বারবার চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ করেছে এবং উস্কানি দিয়েছে, যা দক্ষিণ চীন সাগর ইস্যুতে তার প্রতিশ্রুতি ভঙ্গের সামিল এবং সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।

ফিলিপাইন চীন ও আসিয়ান দেশগুলোর স্বাক্ষরিত দক্ষিণ চীন সাগরে সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণ সংক্রান্ত ঘোষণাপত্র লঙ্ঘন করেছে। দ্বিতীয় রেন আই রিফ একটি জনবসতিহীন দ্বীপ, এবং সমস্ত পক্ষের উচিত এ অবস্থা বজায় রাখা। কিন্তু ফিলিপাইনের সেনাবাহিনীর মুখপাত্র প্রকাশ্যে ঘোষণা দেন যে, তারা দ্বিতীয় রেন আই রিফে স্থায়ী অকাঠামো নির্মাণ করবেন, যা গুরুতরভাবে চীন-আসিয়ান ঘোষণা ও দেশটির প্রতিশ্রুতির লঙ্ঘন।

মুখপাত্র উল্লেখ করেছেন যে, ফিলিপাইন বহিরাগত শক্তির সমর্থনের উপর নির্ভর করে, তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে বারবার উস্কানি দিয়েছে, যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনার মূল কারণ। তাই দেশটির উচিত অবিলম্বে উস্কানি বন্ধ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।

 (জিনিয়া/হাশিম/শুয়েই)