১৩৫তম ক্যান্টন মেলা ১৫ এপ্রিল থেকে কুয়াংচৌয়ে শুরু
2024-04-01 22:13:33

এপ্রিল ১: ১৩৫তম ক্যান্টন মেলা, তথা চীন আমাদনি ও রপ্তানি মেলা ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কুয়াংচৌয়ে আয়োজিত হবে। বতর্মানে, এর নানা প্রস্তুতিমূলক কাজ সুষ্ঠুভাবে চলছে। আজ (সোমবার) বেইজিংয়ে রাষ্ট্রীয় পরিষদ তথ্য কার্যালয় প্রকাশিত তথ্যে একথা জানা গেছে।


এবারের ক্যান্টন মেলার প্রদর্শনী হলের আয়তন ১৫.৫ লাখ বর্গমিটারে পৌঁছেছে। ২৮.৬ হাজার শিল্পপ্রতিষ্ঠান রপ্তানি মেলায় অংশগ্রহণ করবে। এর মধ্যে নতুন অংশগ্রহণকারীর সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়ে যাবে। পাশাপাশি ৬৮০ শিল্পপ্রতিষ্ঠান আমদানি মেলায় অংশগ্রহণ করবে। ইতোমধ্যে ২১৫টি দেশ ও অঞ্চলের ৯৩ হাজারেরও বেশি ক্রেতা মেলায় নাম নিবন্ধন করেছেন। 


উল্লেখ্য, ক্যান্টন মেলা আয়োজনের শুরু থেকে এ পর্যন্ত, মেলায় আসা বিদেশি ক্রেতার সংখ্যা ৯৩ লাখ ছাড়িয়েছে, বিশ্বের সহযোগিতামূলক অংশীদারের সংখ্যা ১৯৫। ক্যান্টন মেলা জোরালোভাবে চীন ও বিশ্বের বিভিন্ন স্থানের সাথে ব্যবসায়-বাণিজ্য বিনিময় ও বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানকে এগিয়ে নিচ্ছে।

(আকাশ/হাশিম/শুয়েই)