গাজা অঞ্চলে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মিশর, জর্ডান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীগণ
2024-04-01 10:53:57

এপ্রিল ১: গাজা অঞ্চলে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মিশর,জর্ডান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীগণ। গত ৩০ মার্চ মিশরের রাজধানী কায়রোতে এক বৈঠক থেকে এ আহ্বান জানান তাঁরা।

 

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতি অনুসারে মিশরের পররাষ্ট্রমন্ত্রী শৌকরি, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সেজার্নেট গাজা অঞ্চলে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং আটককৃতদের মুক্তির আহ্বান জানিয়েছেন। তাঁরা "গাজার মানবিক পরিস্থিতি, দুর্ভিক্ষ এবং স্বাস্থ্য খাতের পতনে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি" সম্পর্কে সতর্ক করেন এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করা এবং তাদের বাস্তুচ্যূত করার যে কোনও প্রচেষ্টার বিরোধিতা করেন।

 

বিবৃতিতে বলা হয়, তিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে ত্রাণসামগ্রী সরবরাহের ক্ষেত্রে সব বাধা অপসারণ করা এবং গাজা অঞ্চলের জনগণকে মানবিক সহায়তা পাঠানোর সবগুলো স্থল সীমান্ত ক্রসিং ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানান।

 

(রুবি/তৌহিদ/শিখা)