প্রথমবারের মতো চীনে সচিবালয় স্থাপন করছে আইএসও
2024-04-01 17:00:05

এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে টেকনিক্যাল কমিটির জন্য চীনে একটি নতুন সচিবালয় স্থাপন করছে আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও)। শুক্রবার চীনের বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা (এসএমআর) এ তথ্য জানিয়েছে।

বর্তমানে আইএসওর টেকনিক্যাল কমিটিতে ২৮টি সদস্য দেশ এবং ১৩টি পর্যবেক্ষক সদস্য দেশ রয়েছে। সংস্থাটির ৭৬ বছরের ইতিহাসে চীনে প্রথম এ ধরণের সচিবালয় স্থাপন করছে তারা।

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে উন্নত কৌশল এবং বাস্তব অভিজ্ঞতা আদান-প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যের পর্যবেক্ষণ, মূল্যায়ন, সংরক্ষণ, পুনর্বাসন এবং বিভিন্ন পরিভাষার মান নির্ধারণে কাজ করে আইএসও।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি