চীনের তৈরি মানবচালিত এয়ারশিপ এ এস ৭০০ প্রথম ফেরি ফ্লাইট সম্পন্ন করেছে
2024-04-01 17:09:50

এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নিজস্বভাবে তৈরি বেসামরিক মানব চালিত এয়ারশিপ এ এস ৭০০ শনিবার মধ্য চীনের হুবেই প্রদেশে তার প্রথম ফেরি ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে। এটি তৈরি করেছে দেশের শীর্ষস্থানীয় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না।

এয়ারশিপটি বেইজিং সময় সকাল ৭টায়  চিংমেন শহর থেকে উড্ডয়ন করে এবং ১০৬ মিনিটের ফ্লাইটের পরে চিংচৌ শহরে সহজে অবতরণ করে। এটি একটি সংক্ষিপ্ত অবস্থানের পরে চিংমেনে  ফিরে আসে, তার প্রথম ফেরি ফ্লাইট শেষ করে।

একক-পয়েন্ট ল্যান্ডিং গিয়ারসহ একটি একক-ক্যাপসুল ডিজাইন গ্রহণ করেছে। এ এস ৭০০এয়ারশিপটি এয়ার ট্যুরিং, জরুরী উদ্ধার এবং শহুরে পরিষেবাগুলোর চাহিদা মেটাবে বলে আশা করা হচ্ছে।

শান্তা/মিম