তিন দেশের পররাষ্ট্র মন্ত্রীদের চীন সফরের তথ্য জানালেন মুখপাত্র
2024-04-01 22:11:22


১ এপ্রিল: চীনের আমন্ত্রণে লাওস, ভিয়েতনাম ও পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন চীন সফরের তথ‍্য তুলে ধরেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন। 


তিনি জানান, দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো হচ্ছে চীনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ও ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতায় গুরুত্বপূর্ণ অংশীদার। মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়তে দু’পক্ষ সবসময় সামনের সারিতে রয়েছে। দেশগুলোর নেতৃবৃন্দের কৌশলগত দিকনিদের্শনায়, লাওস, ভিয়েতনাম ও পূর্ব তিমুরের সঙ্গে চীনের সম্পর্ক নতুন যুগে উন্নীত হয়েছে। 


তিনি আরও বলেন, চীন আশা করে, এবারের সফরের মাধ্যমে, প্রেসিডেন্ট সি চিন পিং এবং লাওস, ভিয়েতনাম ও পূর্ব তিমুরের নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ মতৈক্যের আলোকে, চীন-লাওস ও চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণকাজ আরও এগিয়ে নেয়া হবে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় চীন-পূর্ব তিমুরের সহযোগিতা আরও জরদার হবে।


মুখপাত্র জানান, চীন দক্ষিণপূর্ব এশিয়াসহ আশপাশের দেশগুলোর সাথে একযোগে এ অঞ্চল ও বিশ্বের জন্য আরও বেশি ইতিবাচক শক্তি ও স্থিতিশীলতা জোরদারে কাজ করতে ই্চ্ছুক।   (আকাশ/হাশিম/শুয়েই)