সরকারী বন্ডের অর্থায়ন করা প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিলেন চীনের ভাইস প্রিমিয়ার
2024-04-01 17:03:13

এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনা ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনের জন্য দেশের অতিরিক্ত সরকারী বন্ড দ্বারা সমর্থিত প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন এবং তহবিলের ব্যবহারের উপর কঠোর তত্ত্বাবধানের আহ্বান জানিয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং বেইজিংয়ের ফাংশান জেলা এবং উত্তর চীনের হেবেই প্রদেশের চুয়োচৌ শহরে শনিবার থেকে রোববার তার গবেষণা সফরকালে এই মন্তব্য করেন। তিনি রোববার চুয়োচৌতে একটি সিম্পোজিয়ামেও সভাপতিত্ব করেন।

তিনি জনগণের অনুমোদন লাভের জন্য প্রকল্পগুলোতে শ্রেষ্ঠত্ব এবং সততার উপর জোর দেন।

২০২৩ সালে, চীন পুনর্গঠন প্রকল্প এবং দুর্যোগ-প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য সরকারী বন্ডে অতিরিক্ত ১ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৪০.৯  বিলিয়ন মার্কিন ডলার) জারি করেছে।

পরিদর্শনের সময় তিং বলেন, গুণমানকে প্রথমে রাখা উচিত, এবং প্রধান অবকাঠামো প্রকল্পগুলোর উন্নয়নে পুনর্গঠনের সাথে কার্যকরী উন্নতিকে সমানভাবে অগ্রাধিকার দেওয়া দরকার, যাতে দেশের রাজধানীকে বন্যার ঝুঁকি থেকে আরও ভালভাবে রক্ষা করা যায়।

তিনি মূল পুনর্গঠন প্রকল্পগুলোর যুক্তিসঙ্গত নির্মাণ অগ্রগতির আহ্বান জানান যাতে এই বছরের বন্যা মৌসুমের আগে ব্যবহার করা যায়।

শান্তা/মিম