চীনের ম্যারাথনের উন্নয়ন দ্রুতগতিতে হচ্ছে
2024-04-01 18:23:32

এপ্রিল ১: চলতি বসন্তকালে ২৩ ও ২৪ মার্চ সাপ্তাহিক ছুটিতে, চীনে ২০টিরও বেশি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। দেশজুড়ে দু’লাখেরও বেশি দৌড়বিদ এসব ম্যারাথনে অংশ নেন। পরবর্তী সপ্তাহিক ছুটিতে তথা ৩০ ও ৩১ মার্চ, সি চিয়াং চুয়াং ম্যারাথন, ইয়াং চৌ হাফ-ম্যারাথনসহ প্রায় ৪০টি ম্যারাথন আয়োজিত হয়েছে।  


সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে চীনে মোট ৬৯৯টি ম্যারাথন আয়োজিত হয়। এগুলোতে ৬০ লাখ ৫১ হাজার ৯০০ দৌড়বিদ অংশ নেন। এতে প্রামণিত হয় যে চীনের দৌড় প্রতিযোগিতা জনপ্রিয় খেলা।  


এ দিকে অধিকাংশ দৌড়প্রেমী সাংবাদিককে জানান, তারা খুব বেশি দিন ধরে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। এতে অংশগ্রহণে তাদের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যের উন্নতি।


ম্যারাথনপ্রেমী সিয়াং ফাং বলেন, “এ থেকে আমার বড় অর্জন হচ্ছে সুস্থতা। শুরুতে আমি মাত্র ২ বা ৫ কিলমিটার দৌড়াতে পারতাম। আজ আমি পুরো ম্যারাথনে অংশগ্রহণ করেছি, আমি বোধ করি আমার শরীরও অনেক সুস্থ্য হয়ে উঠেছে, প্রতিদিনে জীবনের চাপও মনে হয় অনেক কমে গেছে।” 

(আকাশ/হাশিম/শুয়েই)